খোলা বাজার২৪ ॥ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
আওয়ামী লীগ সরকারের নেতৃত্বেই বাংলার কৃষি এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
শনিবার বিকেলে নগরীর সার্কিট হাউস মিলনায়তনে চট্টগ্রাম ও রাঙ্গামাটি অঞ্চলের কৃষি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মতিয়া চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম একটি বিশেষ অঞ্চল। যেখানে পাহাড়, পর্বত, নদী, উঁচু ভূমিসহ আরও অনেক কিছ একসাথে আছে। এখানে রয়েছে কৃষি পণ্যের অনেক সম্ভাবনাও। এ অঞ্চলে শাকসবজির চাষটা আরও বাড়নো সম্ভব হলে বিশ্বে সবজি রপ্তানিতে বাংলাদেশ চতুর্থ স্থান থেকে প্রথম বা দ্বিতীয় স্থানে পৌঁছাবে।’
বাংলার কৃষি নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবে রুপান্তরিত করতে কৃষি সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিভাগীয় কৃষি সম্প্রসারণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মুজিবুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আমিনুল হক চৌধুরী, বি আইডিসির যুগ্ম পরিচালক ইকবাল হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা ও রাঙ্গামাটি অঞ্চলের কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় কৃষি কর্মকর্তারা নিজ নিজ এলাকার কৃষি কাজের নানা বিষয় মন্ত্রীর সামনে তুলে ধরেন।
কৃষি কর্মকর্তাদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষকরা অনেক কিছুই আমাদের আগে বুঝে। তাদেরকে শুধু নিপুণ সেবা দিতে হবে। বাকি কাজটি দেশের মানুষরা করবে। দেশের কৃষি ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যেতে কৃষকদের ভূমিকা সবচেয়ে বেশি। অল্প সময়ে বেশি ফসল ও নিরাপদ ফলনে কৃষকদেরকে উৎসাহী করতে হবে। প্রয়োজনে উৎপাদন কম হোক; তারপরেও কম সময়ে যাতে ফলন ভাল হয় সেদিকে নজর দিতে হবে। উৎপাদন যা করবেন তার সবটুকুই যদি পানির নিচে চলে যায় তবে এত কষ্ট করে লাভ কি?