খোলা বাজার২৪ ॥ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
হবিগঞ্জের বানিয়াচংয়ে ব্র্যাক স্কুলের ৫ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে কাগাপাশা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সামছুল আলম চৌধুরীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার মধ্যরাতে কাগাপাশা গ্রামে বড়হাটির সংখ্যালঘু পরিবারের রাজমিস্ত্রি বিধান দাসের মেয়েকে তার ঘরে ঢুকে ধর্ষণ করে সামছুল আলম চৌধুরী (৩৫)। এসময় মেয়েটির চিৎকারে তার মা এবং এলাকাবাসীও এসে পড়ে। পরে সামছুলকে ঘরের ভেতর দেখতে পান তারা। এই ঘটনায় যেন মামলা না করা হয় সে জন্য ভয়ভীতি দেখায় শামছুল।
শনিবার সকালে ছাত্রীর মা বাদী হয়ে সামছুল আলমের বিরুদ্ধে বানিয়াচং থানায় মামলা করেন। দুপুরে ধর্ষণের অভিযোগে সামছুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন বানিয়াচং থানার এএসআই আবদুস সালাম। বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।