Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

68খোলা বাজার২৪ ॥  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
মসজিদ আল হারামের ক্রেন ভেঙ্গে পড়ার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে সৌদি সরকার। দেশটি এখনো নিহতদের পরিচয় প্রকাশ না করায় ডাটাবেস ধরে বাড়ি এবং হোটেলে গিয়ে বাংলাদেশী হাজীদের তথ্য সংগ্রহ করছে হজ মিশন, বাংলাদেশ দূতাবাস এবং হাব। তবে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান আশ্বস্ত করেছেন, বাংলাদেশী হাজীরা সুস্থ আছেন।

শুক্রবার রাতে পবিত্র কাবা শরীফের মসজিদ আল হারামের সংস্কারের কাজে থাকা ক্রেন পড়ে নিহত হন বিভিন্ন দেশের ১০৭ জন। আহতের সংখ্যা ২৩৮। সৌদি আরব নিহতদের তালিকা এখন পর্যন্ত প্রকাশ করেনি। ক্রেন ভেঙ্গে পড়ার ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ, তবে বলা হয়েছে ঝড়ের সময় ক্রেনের সঙ্গে গাছও ভেঙ্গে পড়েছে।

উদ্ধার কাজে নিয়োজিতরা জানিয়েছেন, নিহত বেশিরভাগের চেহারা বিকৃত হয়ে গেছে। প্রাথমিকভাবে কোনো বাংলাদেশীর নিহত হওয়ার খোঁজ পাওয়া যায়নি। আহত হয়েছেন ৪০ বাংলাদেশী।

ঘটনার পর পর ঢাকা থেকে সার্বক্ষণিক খোঁজ খবর নিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। সকালে তার সরকারি বাসভবনে হাব নেতাদের নিয়ে সৌদী আরবে অবস্থান করা বাংলাদেশী হাজিদের সঠিক তথ্য বের করতে জরুরি বৈঠক করেন ধর্মমন্ত্রী।

প্রাথমিক খোঁজ খবরের পর এখন বাড়ি এবং হোটেলে হোটেলে বাংলাদেশী হাজিদের খোঁজ নেয়া হচ্ছে।

মক্কার হাসপাতাল গুলোতে আহতদের দেখে বাংলাদেশী শনাক্তসহ বিভিন্ন কাজ করছে হাবের ১০ সদস্যের একটি টিম। এমনটি জানিয়েছেন হাব মহাসচিব শেখ আব্দুল্লাহ।

এখন পর্যন্ত ৮৪ হাজার ৩শ’ জন বাংলাদেশী হজ করতে সৌদী আরব পৌঁছেছেন।