কামরুল হাসান, ঠাকুরগাঁও ॥ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলায় লাহেড়ী আঞ্চলিক শাখার বাংলাদেশ ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার বিকাল বিকাল ৪টায় লাহিড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে লাহেড়ী আঞ্চলিক শাখা বাংলাদেশ ছাত্রলীগের মিছিলের পরে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। লাহেড়ী আঞ্চলিক শাখার বাংলাদেশ ছাত্রলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা শাখার বাংলাদেশ ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি ও লাহেড়ী আঞ্চলিক শাখার বাংলাদেশ ছাত্রলীগের আহব্বায়ক এরশাদুল হক এলাহী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা শাখার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মমিরুল ইসলাম সুমন। এছাড়া বাংলাদেশ আওয়ামীলীগের ধনতলা ইউনিয়ন শাখার সভাপতি ও লাহেড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগের চাড়োল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক দিলীপ কুমার চ্যাটার্জী বাবু, যুগ্ন আহবায়ক মিতুল চৌধুরী জনি সহ লাহিড়ী স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী, যুবলীগ নেতাকর্মী, কৃষকলীগের নেতা কর্মী, ছাত্র লীগের নেতা কর্মী ও আঞ্চলিক শাখার ছাত্রলীগের সকল ছাত্রগণ লাহেড়ী আঞ্চলিক শাখার বাংলাদেশ ছাত্রলীগের বর্ধিত সভা উপস্থিত ছিলেন।