কামরুল হাসান, ঠাকুরগাঁও ॥ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল নেকমরদ নয়া মার্কেট নামক স্থানে ভটভটির ধাক্কায় শেখ কামাল (৩৪) নামে এক যুবক নিহত। জানা যায়,আজ শনিবার সকাল সাড়ে ৮ টায় মহিষ ভর্তি ভটভটি কাতিহার হাট যাওয়ার সময় নেকমরদ নয়া মার্কেট নামক স্থানে পৌঁছলে ভটভটির চাকা খুলে দূর্ঘটনার মুখোমুখি হয়। ভটভটির চালক নিয়ন্ত্রণ আনতে না পেরে সরাসরি শেখ কামালকে ধাক্কা দেয়। পরে তাকে গুরুতর অবস্থায় তাকে ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে সে মারা যায়। শেখ কামাল উপজেলার করনাইট কুমোরগঞ্জ গ্রামের মোঃ এনামুল হকের ছেলে ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের ভাতিজা। এ বিষয়ে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সুকুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।