বিজ্ঞপ্তি, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে এবং APG কর্তৃক অক্টোবর ২০১৫ এ বাংলাদেশে অনুষ্ঠিতব্য Mutual Evaluation-কে সামনে রেখে “Trainers’ Training on Prevention of Money Laundering and Combating the Financing of Terrorism” শীর্ষক দুই দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা এক্সিম ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের উদ্যোগে গত ১২ সেপ্টেম্বর ২০১৫ তারিখে বিজিএমইএ কমপ্লেক্স এ অনুষ্ঠিত হয়।
এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বিএফআইইউ এর ডেপুটি হেড ম. মাহ্ফুজুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও Chief Anti-Money Laundering Compliance Officer (CAMLCO) সিরাজুল হক মিয়া, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এক্সিম ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের প্রধান জনাব শেখ মঈন উদ্দিন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও Deputy CAMLCO মোঃ মুনীরুজ্জামান, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং Exim Bank Training & Research Academy-এর প্রিন্সিপ্যাল মোঃ মুক্তার হোসেন।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় এক্সিম ব্যাংকের সকল শাখার Branch Anti-Money Laundering Compliance Officer (BAMLCO) বৃন্দকে প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীগণ ছাড়াও বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কর্মকর্তাগণ বিভিন্ন সেশনে মূল্যবান বক্তব্য প্রদান করেন।