Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
17বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি বলেছেন, ‘ক্রিকেটার শাহাদাতের মামলা সংক্রান্ত ব্যাপারে বিসিবি পাশে থাকবে না। আর সে ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবে কী না তা বোর্ড সিদ্ধান্ত নিয়ে জানাবে। তবে আমার ব্যক্তিগত অভিমত, তার মতো অপরাধী ঘরোয়া ক্রিকেটে না খেলুক।’
ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের উদ্যোগে ক্রিকেটারদের সংবর্ধনা অনুষ্ঠানে বিসিবি সভাপতি এই কথা বলেছেন। জাঁকালো আয়োজনে শনিবার সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ক্রিকেটারদের সংবর্ধিত করা হয়েছে।
অনুষ্ঠানে বিসিবি সভাপতি বিপিএল সম্পর্কে বলেছেন, ‘আগামীকাল (রবিবার) বিপিএলে কোন কোন দল অংশ নিচ্ছে তাদের নাম ঘোষণা করা হবে।’ এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, ‘এবার বিপিএলে ৬টি দলের খেলার সম্ভাবনাই বেশি।’ বাংলাদেশ জাতীয় প্রমীলা ক্রিকেট দলের পাকিস্তান সফর সম্পর্কে তিনি বলেছেন, ‘সামগ্রিক অবস্থা জানতে পাকিস্তানে যে অগ্রবর্তী দল পাঠানো হয়েছে; তারা ২-৩ দিনের মধ্যে প্রতিবেদন দিবে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই যাওয়া-না যাওয়া নির্ভর করছে।’
উল্লেখ্য, ৫ দিনের সফর শেষে গত বৃহস্পতিবার মধ্যরাতে পাকিস্তান থেকে ফিরেছে বিসিবি’র নিরাপত্তা পরিদর্শক দল। বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরকে সামনে রেখে করাচী ও লাহোরের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিন পরিদর্শন শেষে ফিরেছে সরকার ও বিসিবি’র যৌথ নিরাপত্তা দল।
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে যে ধরনের নিরাপত্তা দিবে পাকিস্তান, তা সম্পর্কে অবহিত হয়েছেন তারা। আগামী ২৭ সেপ্টেম্বর ৩টি ওয়ানডে এবং ৩টি টোয়েন্টি২০ ম্যাচ খেলতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা।