খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। ইতিমধ্যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রামপুরার প্রধান সড়ক প্রগতি স্মরণীতে অবস্থান নিয়েছেন। ফলে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে আছে। এর ফলে মহাখালি, বনানী এলাকায় প্রচন্ড যানজটের সৃষ্টি হয়েছে। অপরদিকে সকাল ১০টা থেকে শুরু হওয়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের রাস্তা অবরোধ করে আন্দোলন চলছে। যার কারণে পাš’পথ, ধানমন্ডি থেকে ফার্মগেইট ও কাওরান বাজারে যানচলাচল বন্ধ হয়ে গেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহরে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভে অংশ নেন তারা। সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবীতে কয়েকদিন যাবত আন্দোলন করে আসছিলেন বেসরকারী বিশ্ববিধ্যালয়ের শিক্ষার্থীরা। এই ভ্যাট পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।