Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
27যশোর শার্শায় মোবাইল ফোন চুরির অভিযোগে সাইফুল ইসলাম (২৫) নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তবে নিহতের পরিবারের দাবি, তাকে ঘুম থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাতে উপজেলার হাঁড়িভাঙা গ্রামে এ ঘটনা ঘটে। সাইফুল ওই গ্রামের কউসার আলী সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে এলাকার কয়েক যুবক সাইফুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শার্শা থানার উপপরিদর্শক (এসআই) বরকত আলী বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।’ তিনি বলেন, এ ব্যাপারে মামলার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।