Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছে জেলার কুলাউড়ার মেয়ে মেধাবী শিক্ষার্থী মনি বেগম। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭০তম অধিবেশন শুরু হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বোচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল অংশ নেবে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশন ও শিশু অধিকার সম্মেলন-২০১৫ এ একমাত্র বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী মনি বেগম যোগদান করতে যাচ্ছে। সে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘড়গাঁও গ্রামের মরম মিয়ার মেয়ে। উল্লেখ্য, মনি বেগম সেভ দ্যা চিলড্রেনের মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে একমাত্র শিক্ষার্থী হিসেবে মনোনিত হয়ে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে নিউইয়র্ক যাচ্ছে।