খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ অবরোধ চলছে। রাজধানী ঢাকার রামপুরা, ধানমন্ডি , সাভার, মিরপুর ও উত্তরাসহ বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের অবরোধ থাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে, চট্টগ্রাম ও সিলেট জেলাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের অবরোধ চলায় কার্যত সেসব এলাকায়ও অচল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এদিকে উত্তরায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ঘটেছে। শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে।