Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
শেয়ারবাজারে বিনিয়োগ নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছেন অনেক বিনিয়োগকারী। ফলে বেনিফিসিয়ারি ওনার্স (বিও) হিসাব রয়েছে, কিন্তু একটাও শেয়ার নেই –এমন হিসাবের সংখ্যা বছরের ব্যবধানে প্রায় তিন লাখ বেড়েছে। ২০১৪ সালের জুনে বিনিয়োগকারীদের বিও হিসাবে শেয়ারের স্থিতি শূন্য এমন সংখ্যা ছিল ৮ লাখ ২৬ হাজার ২১টি। তবে ২০১৫ সালের জুনে এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ২০ হাজার ২৩৩টি। স্থিতি শূন্য হিসাব বাড়ার বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক ও সিনিয়র ভাইস চেয়ারম্যান আহমেদ রশিদ লালী বলেন, মূলত একটি বিশেষ শ্রেণির বিনিয়োগকারীর চালু করা বিও হিসাব একটি নির্দিষ্ট সময় শেষে স্থগিত হয়। মূলত দুটি কারণে চালু করা বিও হিসাব বন্ধের পরিমাণ বাড়তে পারে। একটি হলো- শুধু আইপিও আবেদনের জন্য নতুন হিসাব চালু করে দু-একটি আইপিও তে আবেদন শেষে তা আর নবায়ন না করা। আরেকটি হলো- সেকেন্ডারি মার্কেটে শেয়ার বিক্রয় করে নতুন শেয়ার না কেনা। যে হারে নতুন হিসাব বন্ধ হয়, সে হারে নতুন হিসাব না খোলার কারণেও এর পরিমাণ বাড়তে পারে। বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থার অভাব দূর করা ছাড়া এটি সমাধানের কোনো উপায় নেই। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত মোট বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লাখ ৯৫ হাজার ৮৫২টি। এর মধ্যে নিয়মিত শেয়ার লেনদেন হয় এমন বিও হিসাব ১৫ লাখ ৯১ হাজার ৫১৮টি এবং কোনো শেয়ারই নেই (স্থিতি শূন্য) এমন বিও হিসাব ১১ লাখ ২০ হাজার ২৩৩টি। হিসাব খোলার পর একবারও ব্যবহার হয়নি এমন হিসাব দাঁড়িয়েছে ৪ লাখ ৮৪ হাজার ১০১টি। ২০১৪ সালের ৩০ জুন মোট বিও হিসাব ছিল ২৯ লাখ ৫৮ হাজার ৩৫৩টি। এর মধ্যে সচল হিসাব ছিল ১৬ লাখ ৮৯ হাজার ২৪৬টি এবং শূন্য শেয়ারধারী হিসাব আট লাখ ২৬ হাজার ২১টি। ২০১১ সালের জুন শেষে স্থিতি শূন্য বিও হিসাব ছিল ছয় লাখ ৮৭ হাজার ৩৫২টি, যা ২০১৫ সালের জুন শেষে দাঁড়ায় ১১ লাখ ২০ হাজার ২৩৩টি। গত পাঁচ বছরে এ হিসাব বেড়েছে চার লাখ ৩২ হাজার ৮৮১টি।