খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫ ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাজধানীর বেশির ভাগ সড়কই অবরোধ করে রেখেছেন। ফলে রাজধানী ঢাকা স্থবির হয়ে পড়েছে। এতে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সড়ক বন্ধ থাকায় অনেক যাত্রী হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা গেছে।
রবিবার সকাল থেকে ক্লাস বর্জন করে নিজ নিজ ক্যাম্পাসে এবং রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক অবরোধ করে পূর্ব ঘোষিত এই কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
রাজধানীর বিমানবন্দর সড়ক, উত্তরায় ঢাকা-ময়মনসিংহ সড়ক, গ্রিন রোড-পান্থপথ সড়ক, রামপুরা সড়ক, মিরপুর সড়ক, সাতমসজিদ সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।
ফলে প্রধান প্রধান সড়ক অবরোধ করে মানববন্ধন, বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখায় বেলা ১১টার পর থেকে সড়কগুলোতে তীব্র যানজট দেখা দেয়।
ধানমন্ডি, কাকলী মোড় ও গ্রিন রোডের কাছে পুলিশ শিক্ষার্থীদের সড়কের এক পাশে অবস্থান নিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা চালালেও সফল হয়নি। উত্তরায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
বনানীর চেয়ারম্যানবাড়ি ও কাকলী মোড়ে শিক্ষার্থীদের অবস্থানের কারণে বিমানবন্দর সড়কের দুপাশে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে এই সড়কে গাড়ি চলাচল করছে না।
রাজধানীর গ্রিন রোডে বেশ কিছু বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। এই সড়কে যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা।
ঢাকা-ময়মনসিংহ সড়ক ও ঢাকা-টাঙ্গাইল সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। এই সড়ক উন্মুক্ত করতে পুলিশ কয়েকবার চেষ্টা করেও সফল হয়নি।
মিরপুর ও রামপুরা রোডে গাড়ি চলছে না। সেখানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন।
এদিকে সাভার, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বলে খবর পাওয়া গেছে।
প্রসঙ্গত, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির ওপর সাড়ে ৭ ভাগ আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে গত বুধবার থেকে কয়েক দফা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আসছেন শিক্ষার্থীরা।
বুধবার রামপুরা ব্রিজ এলাকায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ও বৃহস্পতিবার ঢাকার অন্তত ৯টি পয়েন্ট অবরোধ করে রাজধানী অচল করে দেন শিক্ষার্থীরা। শুক্রবারও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিচ্ছিন্নভাবে মানববন্ধন-বিক্ষোভের মতো কর্মসূচি পালন করেন তারা।