খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫ ঈদুল আজহাকে সামনে রেখে তৃতীয় দিনের মতো দূরপাল্লার বিভিন্ন রুটে বাসের আগাম টিকিট বিক্রি চলছে। রবিবার সকাল থেকে রাজধানীর গাবতলী ও কল্যাণপুরের বিভিন্ন বাস কাউন্টার থেকে আগাম টিকিট দেয়া হচ্ছে।
প্রথম দুদিনের তুলনায় তৃতীয় দিনে কাউন্টারগুলোতে টিকিট প্রত্যাশীদের ভিড় অনেক কম।
পাশাপাশি নির্ধারিত সময়ের অনেক পরে টিকিট বিক্রি শুরু হওয়ায় বিড়ম্বনায় পড়েছেন অনেক যাত্রীরা। ঈদের আগে সড়ক স্বাভাবিক থাকলে প্রতিদিন বিশেষ বাস সার্ভিস দেয়া হবে বলে জানান বাস মালিকরা।
প্রসঙ্গত, শুক্রবার থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। সরকারি সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বাসের টিকিট বিক্রি শুরু করবে ১৬ সেপ্টেম্বর থেকে। ওই দিন থেকে রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও মতিঝিল বাস ডিপো থেকে টিকিট বিক্রি করা হবে।
এর একদিন আগে ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া যাবে ট্রেনের টিকিট। ১৫ সেপ্টেম্বর বিক্রি হবে ১৯ সেপ্টেম্বরের টিকিট, ১৬ সেপ্টেম্বর ২০ সেপ্টেম্বরের, ১৭ সেপ্টেম্বর ২১ সেপ্টেম্বরের, ১৮ সেপ্টেম্বর ২২ সেপ্টেম্বরের এবং ১৯ সেপ্টেম্বর বিক্রি হবে ২৩ সেপ্টেম্বরের টিকিট। প্রতিদিন সকাল ৯টা থেকে টিকিট বিক্রি করা হবে। বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
ঈদের পর ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ সেপ্টেম্বর। সেদিন বিক্রি হবে ২৭ সেপ্টেম্বরের ফিরতি ট্রেনের টিকিট।
প্রতিবারের মতো এবারো একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন।