খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের প্রথম বর্ষ অনার্স (বিশেষ) অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষা আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে। আজ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশের ৪৭৩টি অনার্স কলেজের এক লাখ ৪২ হাজার শিক্ষার্থী ১৭৬টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশ নেবেন। ১৯ সেপ্টেম্বরের পরীক্ষা বেলা দুইটা থেকে শুরু হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেছেন।