খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের দুই স্টক এক্সচেঞ্জে শেয়ার দরের ওঠানামায় মিশ্র প্রবণতা দেখা গেছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দরবৃদ্ধি পাওয়া শেয়ারের তুলনায় দর হারানো শেয়ার সংখ্যা ছিল সামান্য বেশি। তবে উভয় বাজারের কিছু মূল্য সূচক কিছুটা বেড়েছে। গত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বাড়লেও কমেছিল সিএসইতে। ওই দিন উভয় বাজারের সবগুলো সূচকই সামান্য বেড়েছিল। রোববার দুই বাজারে ৪৮৭ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। যা গত বৃগস্পতিবারের তুলনায় ৮ কোটি ৪৪ লাখ টাকা বা ১ দশমিক ৭৬ শতাংশ বেশি। এরমধ্যে ডিএসইতে ৪৫৭ কোটি ৫৫ লাখ টাকা এবং সিএসইতে ৩০ কোটি ২০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। খাতওয়ারি লেনদেনে ডিএসইতে আজ বীমা ও টেলিযোগাযোগ খাতের সিংহভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। বীমা খাতের তালিকাভুক্ত ৪৬ কোম্পানির মধ্যে ৩৫টির দর বেড়েছে, কমেছে ৮টির এবং বাকি ৩টির দর অপরিবর্তিত ছিল। টেলিযোগাযোগ খাতের দুই কোম্পানির দর বেড়েছে। এছাড়া প্রকৌশল, ওষুধ ও রসায়ন, খাদ্য ও আনুসঙ্গিক খাতের বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে আজ। বিপরীতে ব্যাংক, ব্যাংক বহির্ভুত আর্থিক, জ্বালানি ও বিদ্যুৎ, সিরামিক্স, সেবা ও নির্মাণ, বিবিধ খাতের সিংহভাগ শেয়ারের দর কমেছে। অন্য খাতগুলোতে ছিল মিশ্রাবস্থা। ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৩২২ কোম্পানির শেয়ার, মিউচুয়াল ফান্ড এবং কর্পোরেট বন্ড। এরমধ্যে ১৩৯ টির দর বেড়েছে, কমেছে ১৪৩ টির এবং অপরিবর্তিত ছিল ৪০ টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৮ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ৪৭৬৮ দশমিক ৩০ পয়েন্টে উঠেছে। সিএসইতে রোববার লেনদেন হওয়া ২৫১ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১১১ টির দরবৃদ্ধির বিপরীতে ১১৬ টির দর কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির দর। এ বাজারের প্রধান সূচক সিএসসিএক্স মাত্র শূন্য দশমিক ৩৫ পয়েন্ট কমে ৮৮৬৯ দশমিক ৫৩ পয়েন্টে নেমেছে। আজ ডিএসইতে ৯ কোম্পানির শেয়ার দিনের সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দর বা এ দরের কাছাকাছি মূল্যে কেনাবেচা হয়েছে। বিপরীতে রোববার এ বাজারে সর্বাধিক ১০ শতাংশ দরপতন হয়েছে এক্সিম ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ডের। এর সর্বশেষ লেনদেন মূল্য ছিল ৪ টাকা ৫০ পয়সা। দরপতনে এরপরের অবস্থানে ছিল- মুন্নু সিরামিক্স (৪৮.৫০ টাকা/ -৯.৫১%), আমান ফিড (৬৬.৩০ টাকা/ -৯.০৫%), স্ট্যান্ডার্ড সিরামিক্স (৫০.৯০ টাকা/ -৭.৯৫%), আরামিট সিমেন্ট (৪৪.৭০ টাকা/ -৭.০৬%)। খাতওয়ারি লেনদেন রোববার শীর্ষে ছিল প্রকৌশল খাত। ডিএসইতে এ খাতের ৩১ কোম্পানির সর্বাধিক ৮০ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গতকালের তুলনায় ১৪ কোটি ৩০ লাখ টাকা বেশি। এরপরের অবস্থানে ছিল- ওষুধ ও রসায়ন খাতের ২৭ কোম্পানির ৭৬ কোটি ৭৮ লাখ টাকা, বস্ত্র খাতের ৪১ কোম্পানির ৫৬ কোটি ৩ লাখ টাকা, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ১৮ কোম্পানির ৪৩ কোটি ৩৭ লাখ টাকা, বিবিধ খাতের ১২ কোম্পানির ৩৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার। একক কোম্পানি হিসেবে ডিএসইতে রোববার লেনদেনের শীর্ষে ছিল বিএসআরএম লিমিটেড। কোম্পনিটির ১৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। সর্বশেষ লেনদেন মূল্য ছিল ১২৬ টাকা ৯০ পয়সা। যা গত বৃহস্পতিবারের তুলনায় ৭ টাকা ৮০ পয়সা বেশি। লেনদেনে এরপরের অবস্থানে ছিল আমান ফিড (মোট লেনদেন ১৯.১৩ কোটি টাকা/ সর্বশেষ বাজারদর ৬৬.৩০ টাকা), লাফার্জ সুরমা সিমেন্ট (১৪.৯৮ কোটি টাকা/ ১০৫ টাকা), এসিআই লিমিটেড (১২.৫০ কোটি টাকা/ ৫৭৭ টাকা), আলহাজ টেক্সটাইল (৯.১৩ কোটি টাকা/ ১৩৪.৫০ টাকা)।