খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে শুক্রবার ক্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে আবুল কাসেম নামে ১ জন বাংলাদেশী রয়েছেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ হজ মিশন। নিহত হাজযাত্রীর বাড়ি চট্টগ্রামে। এদিকে মধ্যপ্রাচ্য ভিত্তিক আল আরাবিয়া নিউজ এক খবরে প্রকাশ করেছে শুক্রবারের ওই দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২৫ বাংলাদেশী রয়েছেন। সংবাদ সংস্থাটি জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে ১০৭ জন নিহতের মধ্যে ২৫ বাংলাদেশী, ২৩ মিশরীয়, ১০ ভারতীয়, ২৫ ইরানী, ৬ মালয়েশিয়ান, ১ আলজারিয়ান ও ১ আফগান নাগরিক রয়েছেন। শুক্রবার স্থানীয় সময় সকাল পৌনে ৬টার দিকে ঝড়ো হাওয়ায় মসজিদুল হারামের সম্প্রসারণ প্রকল্পের একটি ক্রেন ধসে পড়ে। এতে ১০৭ জন নিহত ও ২৮ বাংলাদেশীসহ ২৩৮ জন আহত হন।