খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
বন্যাকবলিত কাজিপুর উপজেলার তেকানী, মনসুরনগর, নিশ্চিতপুর ও নাটুয়ারপাড়া ইউনিয়নের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সকাল থেকে যমুনা নদীবেষ্টিত চারটি ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড, বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের পাশাপাশি দুর্গতদের মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সব কিছুই করবেন। বন্যার পানি নেমে যাবার সঙ্গে সঙ্গে কৃষকসহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য পুনর্বাসন কাজ শুরু করা হবে। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম, উপজেলা নির্বাহী অফিসার শাফিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন, সাধারন সম্পাদক খলিলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও কাজিপুরে দলীয় কার্যালয়ে মত বিনিময়কালে নেতাকর্মীদের সাংগঠনিক কাজে বলিষ্ঠ ভুমিকার উপর গুরুত্বারোপ করে বলেন-আমি নাসিম এলাকার উন্নয়নের দায়িত্বে থাকবো। আপনারা থাকবেন দলের সাংগঠনিক উন্নযন কাজে। তবে মনে রাখবেন শেখ হাসিনার সুনাম নষ্ট হয় এমন কাজ কেউ করলে তাকে ছাড় দেয়া হবে না বলেও তিনি হুশিয়ারী উচ্চারন করেন।