খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র ওপর ভ্যাট আরোপের প্রতিবাদে আন্দোলরত শিক্ষার্থীদের আন্দোলনে উসকে দিচ্ছে বিএনপির কিছু বদ্ধিজীবী। শিক্ষার্থীদের আন্দোলনকে বিএনপি সুযোগ হিসেবে কাজে লাগাতে চাইছে বলে দাবি করেন এই আওয়ামী লীগ নেতা। সরকারি এনএস কলেজ মিলনায়তনে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি শংকর গোবিন্দ চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় এমনটা দাবি করেন মাহবুব-উল-আলম হানিফ। এসময় শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিও জানান হানিফ। তিনি বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে ৬০ কোটি টাকা ভ্যাট আদায় করতে গিয়ে ৬ হাজার কোটি টাকার ঝামেলা পোহানোর কোনো প্রয়োজন নেই। কারণ এ সুযোগে শিক্ষার্থীদের আন্দোলন উসকে দিচ্ছে বিএনপির কিছু বুদ্ধিজীবী। হানিফ আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তাদের টিউশন ফিয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানান। সেই সঙ্গে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বের সঙ্গে সমাধান করবেন বলেও শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। সদর থানা আওয়ামী লীগ আয়োজিত ওই স্মরণ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ওসমান আলী। সভায় আরো বক্তব্য দেন নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুসসহ স্থানীয় নেতারা।