Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

84খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
১৫ সদস্যের দলের ১৪ জনই জাতীয় দলে খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ। টেস্ট ক্রিকেটার ১০ জন। ভারত সফরের বাংলাদেশ ‘এ’ দল যেন প্রায় ‘জাতীয় দল’। এঁদের কয়েকজনের হাত ধরেই এ বছর সাফল্যের আনন্দে ভেসে গেছে মাশরাফির দল। ভারত সফরে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে উন্মুখ ‘এ’ দলের অধিনায়ক মুমিনুল হক। তিনটি ওয়ানডে ও দুটি তিন দিনের ম্যাচ খেলতে সোমবার সকালে বাংলাদেশ ‘এ’ দল ভারতের উদ্দেশে রওনা হবে। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এই সফরের লক্ষ্য সম্পর্কে মুমিনুল বলেন, ‘ঘরের মাঠে বাংলাদেশ জাতীয় দল টানা চারটি সিরিজ জিতেছে। ক্রিকেটারদের মধ্যে জয়ের একটা অভ্যাস গড়ে উঠেছে। ভারত সফরে আমরা সেই অভ্যাস ধরে রাখতে চাই। দলের খেলোয়াড়দের মধ্যে ভালো করার আকাক্সক্ষা দেখতে পাচ্ছি। সবাই মিলে চেষ্টা করলে আশা করছি সাফল্য আসবে।’ ভারত সফরে ওয়ানডে সিরিজে জেতা অসম্ভব নয় বলে মনে করেন ‘এ’ দলের অধিনায়ক, ‘নিঃসন্দেহে আমাদের প্রতিপক্ষ খুবই শক্তিশালী। তা ছাড়া তারা খেলবেও নিজেদের মাটিতে। তবে আমাদের খেলোয়াড়দের মনোবল বেশ চাঙ্গা। আমরা সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারলে সিরিজ জেতা সম্ভব। সে লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব।’ বাংলাদেশের কোনো দলকে এই প্রথম নেতৃত্ব দিতে যাচ্ছেন মুমিনুল। দায়িত্বটা উপভোগ করবেন বলেই জানালেন তিনি, ‘ব্যাটিং আমার কাছে সবসময়ই উপভোগ্য। তেমনি অধিনায়কত্বও আমার ভালোই লাগবে। আশা করি এর মাধ্যমে নতুন কিছু করতে পারব।’ ভারতের ‘এ’ দলের বিপক্ষে ১৬, ১৮ ও ২০ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ‘এ’ দল। তিনটি ম্যাচই হবে বেঙ্গালুরুতে। প্রথম তিন দিনের ম্যাচটি হবে মহীশূরে। ২২ তারিখ থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের প্রতিপক্ষ ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটক। বেঙ্গালুরুতে ভারত ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় তিনদিনের ম্যাচটি শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে। ৩০ সেপ্টেম্বর ‘এ’ দলের দেশে ফেরার কথা।