খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
এক বছরের বেশি হয়েছে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট খেলছেন তাসকিন আহমেদ। তবে দৈর্ঘ্য ফরম্যাটের ক্রিকেটে এখনো অভিষেক হয়নি তরুণ এই পেসারের। হিথ স্ট্রিক মনে করছেন, টেস্ট ক্রিকেটে ফিরতে তাসকিনের পথ এখনো অনেক বাকি! বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত সফরে যাচ্ছেন তাসকিন। এই সুবাদে রবিবার ছিল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। তাসকিন কতটুকু প্রস্তুত টেস্ট ক্রিকেটের জন্য- এমন প্রশ্নের উত্তরে পেস বোলিং কোচ হিথ স্ট্রিক বলেছেন, ‘তাসকিন সংক্ষিপ্ত সংস্করণে খেলে চলেছে, এখন আমরা ওকে বড় দৈর্ঘ্যের ক্রিকেটের জন্য প্রস্তুত করছি। তবে এই পথের এখনো অনেক বাকি। এই সফর হতে পারে ওর (তাসকিন) প্রথম পদক্ষেপ।’ টেস্ট ক্রিকেটে জাতীয় দলের হয়ে কবে নাগাদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে তাসকিনের। সেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে হচ্ছে কিনা- এমন প্রশ্নে সুনির্দিষ্ট সময় বলতে পারলেন না সদ্যই ‘এ’ দলের কোচ হওয়া হিথ স্ট্রিক। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সুনির্দিষ্ট সময় নিশ্চিত করা কঠিন। শিগগিরই খেললে সেটা মিরাকল হবে। বড় দৈর্ঘ্যের ক্রিকেট তাসকিন দীর্ঘদিন ধরে খেলে না। ৩ দিনের ম্যাচের একটি সিরিজ খেলেই টেস্টে নেমে যাওয়া খুব কঠিন। অতি উচ্চাভিলাষী ভাবনা এটা। তবে আমরা দেখব। আমাদের চিন্তা-ভাবনা বাস্তব হতে হবে। কারণ ওকে খেলিয়ে আমরা চোট বাধাতে চাই না। বিশেষ করে সামনে টোয়েন্টি২০ বিশ্বকাপসহ অনেক খেলা রয়েছে।’ টেস্ট ক্রিকেটে সৌম্য নিচের দিকে ব্যাটিং করেছেন। ভারত সিরিজে উপরে খেলানোর সম্ভাবনা আছে কিনা- এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘সৌম্যকে টপঅর্ডারে সুযোগ দেওয়া হবে। আশা করি ওরা প্রমাণ করবে যে, শুধু ওয়ানডে নয় বড় দৈর্ঘ্যের ম্যাচও ও (সৌম্য) খেলতে পারে।’ শফিউল-রুবেল-আল আমিন-তাসকিনদের জন্য ভারতের কন্ডিশনে খেলাটা বড় একটি সুযোগ বলে মনে করছেন হিথ স্ট্রিক; বিশেষ করে আল আমিন ও শফিউলের সামনে সুযোগ থাকছে নির্বাচকদের নজর কাড়ার বিষয়টিও। এই সফরে ৩ পেসারকে পাওয়ায় তাদের নিয়ে আলাদাভাবে কাজ করার সুযোগ থাকছে বলে মনে করছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘দ্রুতগতির বোলারদের জন্য এটি একটি দারুণ সুযোগ। শফিউল ও আল আমিন বেশ কিছুদিন দৃশ্যপটে ছিল না। ওদের জন্য সুযোগ নির্বাচকদের নজর কাড়ার।’ তিনি আরও যোগ করেছেন, ‘আমাদের এই দলে তাসকিন-রুবেল-শফিউল-আল আমিন আছে। ওদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে পারা আমার জন্য খুব ভাল হবে।