কামরুল হাসান, ঠাকুরগাঁও, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির কর্মকর্তা সহ ৫ জন খেলোয়াড় আহত হয়েছেন
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভিমটিয়া পাকুয়ানটুলি মাঠে গুয়াগাও নিউ স্টার ক্লাব এবং খেলোয়াড় কল্যাণ সমিতির মধ্যকার খেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ দলের দর্শক , সমর্থক ও কর্মকর্তা দের দ্বারা আক্রান্ত একাধিক খেলোয়াড়কে রক্ষা করতে গিয়ে উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির কর্মকর্তা নুর হোসেন সহ আরো ৪ জন আহত হন ।
আহতদের মধ্যে উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির কর্মকর্তা নুর হোসেন চোখে আঘাত প্রাপ্ত হন গতকাল উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স এ চিকিৎসা গ্রহণ করতে গেলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মোহাম্মদ নুর হোসেন কে দিনাজপুরের চক্ষু হাসপাতালে রেফার্ড করেছেন ।
সংবাদ লেখা পর্যন্ত এ বিষয়ে উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির কোন মন্তব্য পাওয়া যায়নি ,থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি ।