খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশের মেঘনা নদীর সাথে সংযুক্ত হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের প্রধান দুটি নদী। বাংলাদেশের সাথে স্থলবেষ্টিত ত্রিপুরার তিনটি নৌ পথ সৃষ্টির জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরার কর্মকর্তারা। রবিবার ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়েছে। খবরে বলা হয়, মেঘনার সাথে যুক্ত হবে ত্রিপুরার দুটি প্রধান নদী- হাওড়া ও গোমতি। ভারতের কেন্দ্রীয় সরকারের নৌ পরিবহন ও জাহাজ চলাচল মন্ত্রণালয় ত্রিপুরার রাজ্য সরকারকে এ সম্পর্কে বিস্তারিত প্রকল্প প্রতিবেদন তৈরির নির্দেশ দিয়েছে। ত্রিপুরার পরিবহন সচিব সমরজিত ভৌমিক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, পরিবহন দপ্তর এ প্রকল্পের বিস্তারিত তৈরির জন্য একটি পরামর্শক প্রতিষ্ঠানের সাথে কাজ করছে। শিগগিরই এটি চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। এরপর এর বাজেট কেন্দ্রীয় সরকারের কাছে পেশ করা হবে। এর আগে রাইটস নামের একটি প্রতিষ্ঠান একটি জরিপ করে মন্ত্রণালয়ে যে প্রতিবেদন দিয়েছে তাতে নতুন এই নৌপথ তৈরির জন্য ৪৭ কোটি রুপির প্রয়োজনের কথা জানিয়েছে বলে জানান সমরজিত। ইতোমধ্যে দক্ষিণ ত্রিপুরার সাবরুম শহরের সাথে বাংলাদেশের চট্টগ্রাম শহরের রামহরের মধ্যে সরাসরি যোগাযোগের জন্য ফেনী নদীর উপর একটি সেতু তৈরির একটি প্রকল্প চূড়ান্ত করা হয়েছে। সেতুটি নির্মাণের জন্য ভারত সরকার ৯১ কোটি রুপি বরাদ্দ দিয়েছে। গত জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরকে ভারতকে ব্যবহারের অনুমতি দেয়ার পরই ২৫০ ফুট লম্বা এ সেতুটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। ত্রিপুরা তিন দিক থেকেই বাংলাদেশ দ্বারা পরিবেষ্টিত। বাংলাদেশের সাথে ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।