খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
আগামী মঙ্গলবার ব্যক্তিগত সফরে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাতে দলটির স্থায়ী কমিটির সদস্য গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঈদের আগে খালেদা জিয়ার ফেরার সম্ভাবনা নেই। দীর্ঘদিন তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হয় না, এছাড়া চোখের চিকিৎসার ও করাবেন তিনি। এর আগে খালেদা জিয়া ঢাকায় অবস্থিত সিনিয়র নেতাদের সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন। সেখানেই তিনি তার লন্ডন সফরের বিষয়টি উপস্থিত নেতাদের জানান। বৈঠকে খালেদা জিয়া নেতাদের নির্দেশ নিয়েছেন, যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সাংগঠনিক শক্তি দিয়ে কার্যক্রম চালাতে। দলের হাই কমান্ড থেকে ৩০ সেপ্টেমরের মধ্যে বিএনপির বিভিন্ন পর্যায়ের যে কমিটি গঠনে নির্দেশ দিয়েছিল তা বাস্তবায়নে তাগিদ দেন বলে জানিয়েছেন নজরুল ইসলাম খান।