খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতান শহরে প্রচণ্ড বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছে। শহরের একটি অটোরিক্সা স্ট্যান্ডের কাছে এ বিস্ফোরণ ঘটে। খবর ডেও তেহরান। প্রাথমিক খবরে বলা হয়েছিল- গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে কিন্তু পরে জেলা সমন্বয়কারী কর্মকর্তা সেলিম জাহিদ গোন্দাল বোমা বিস্ফোরণের কথা নিশ্চিত করেছেন। মুলতানের পুলিশ কর্মকর্তা আজহার আকরাম বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে মোটর সাইকেলে বাধা বোমার বিস্ফোরণে এসব হতাহতের ঘটনা ঘটেছে। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরইমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করে নি। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এ ঘটনার তীব্র নিন্দা জানয়েছেন।