Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি’র ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করে নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন জানান সংগঠনটির নেতারা। গত কয়েকদিন ভ্যাট প্রত্যাহারের দাবিতে ক্লশ বর্জন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ছাত্রলীগ প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন জানাল। তবে গত বুধবার রাতে ধানমন্ডি এলাকায় শিক্ষার্থীদের এই আন্দোলনে ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ উঠে। ওইদিন দিন শেষে পুলিশের লাঠিচার্জে আন্দোলনরত প্রায় ৫ শিক্ষার্থী আহত হন। গত বৃহস্পতিবার প্রথম রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা টিউশিন ফি’র ওপর আরোপিত সাড়ে ৭ ভাগ ভ্যাট প্রত্যাহারের দাবিতে রামপুরা ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এরপর আস্তে আস্তে ‘ভ্যাট বিরোধী’ এ আন্দোলন দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। দেশের অন্যান্য বিভাগ ও জেলা শহরও এখন শিক্ষার্থীরা ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করছে। এদিকে আজও ভ্যাট প্রত্যাহারের দাবিতে ধানমন্ডি ২৭, উত্তরা হাউজ বিল্ডিং, রামপুরা ব্রিজসহ বেশ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার সকাল সোয়া ১০টার পর থেকে তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে রাস্তা অবরোধ করেন। এতে সড়কে তীব্র যানজট সৃষ্টির কারণে পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।