Fri. Aug 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
36আফগানিস্তানের একটি জেল ভেঙে শত শত বন্দিকে ছাড়িয়ে নিয়েছে তালেবানরা। এতে সাত তালেবান এবং চার আফগান নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। তবে তালেবানদের দাবী তাদের হামলায় ৪০ জনের মত নিরাপত্তা কর্মী ও কারারক্ষী নিহত হয়েছেন।
রোববার গভীর রাতে রাজধানী কাবুল থেকে ৭৫ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত গজনি শহরের একটি কারাগারে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার স্থানীয় সময় রাত দুইটার দিকে কারাগারের প্রধান ফটকে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালায় তালেবান বিদ্রোহীরা। এসময় কারাগারের প্রায় সকল বন্দি পালিয়ে যায়।
গজনির ডেপুটি গভর্নর মোহাম্মদ আলি আহমাদি বলেছেন, সবমিলিয়ে ৩৫২ জন বন্দি পালিয়েছে যাদের মধ্যে প্রায় দেড়শ জনই তালেবান জঙ্গি। তিনি আরো বলেছেন, রোববার রাতের ওই হামলায় সাত তালেবান এবং চার আফগান নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।
এদিকে এক বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, দলের বন্দুকধারীরা এবং তিন আত্মঘাতী মিলে রোববার রাতে কারাগারে হামলা চালিয়ে চারশ জন বন্দিকে ছাড়িয়ে এনেছেন।
তবে হামলার সময় কারাগারটিতে ঠিক কতজন বন্দি ছিল সে বিষয়টি নিশ্চিত করতে পারেনি আফগান নিরাপত্তা কর্মকর্তারা।

অন্যরকম