Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
38গুঞ্জনটাই সত্যি হলো। দুই তারকা পেসার মিচেল জনসন ও জস হ্যাজেলউডকে ছাড়াই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথকে অধিনায়ক করে ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
২৮ সেপ্টেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে অজি ক্রিকেট দল। ০৯-১৩ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট ও ১৭-২১ অক্টোবর মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলে দেশে ফিরবে সফরকারীরা।
ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টে হ্যাজেলউডকে বিশ্রামে রাখা হয়। অন্যদিকে, পাঁচ ম্যাচের পুরো সিরিজে ১৪০ ওভার বোলিং করেন জনসন। তাই বাংলাদেশ সিরিজে এ দুই পেসারকে বিশ্রামে রাখার যে ইঙ্গিত ছিল সেটিই বাস্তবায়িত হলো।
এদিকে, অজি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার অ্যান্ড্রিউ ফেকেতি ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফ্ট। অন্যদিকে, সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান অ্যাডাম ভোজেস।
অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যাডাম ভোজেস (সহ-অধিনায়ক), ক্যামেরন ব্যানক্রফ্ট, জো বার্নস, প্যাট্রিক কামিন্স, অ্যান্ড্রিউ ফেকেতি, উসমান খাজা, নাথান লিওন, মিচেল মার্শ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার নেভিল, স্টিফেন ও’কিফি, পিটার সিডল ও মিচেল স্টার্ক।