Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
39রজার ফেদেরারকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউএস ওপেনের শিরোপা জিতেছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নোভাক জোকোভিচ। এ নিয়ে তিনি ক্যারিয়ারের ১০তম গ্র্যান্ড স্লাম জিতলেন। অন্যদিকে, ষষ্ঠবারের মতো ইউএস ওপেনের শিরোপা জেতার সুযোগটি হাতছাড়া করেন সুইস তারকা ফেদেরার।
বছরের চারটি গ্র্যান্ড স্লামের মধ্যে তিনটিতেই সাফল্য পেলেন জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন, ইম্বলডনের পর এবার ইউএস ওপেনের শিরোপা। গত জুনে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে সুইজারল্যান্ডের স্ট্যান ওয়ারিঙ্কার কাছে তার স্বপ্নভঙ্গ হয়।
ফ্ল্যাশিং মিডোতে র‌্যাংকিংয়ের দুই শীর্ষ তারকার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনুমিতই ছিল। প্রথম সেটে জোকোভিচ ৬-৪ গেমে জিতলেও পরের সেটটি ৭-৫ গেমে জিতে ঘুরে দাঁড়ান ফেদেরার। তবে তৃতীয় ও চতুর্থ সেটে ৬-৪, ৬-৪ গেমের জয়ে শিরোপা নিশ্চিত করেন সার্বিয়ান টেনিস তারকা।
প্রবল বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর খেলা শুরু হয়। গ্যালারিতে বসে ডেভিড বেকহাম, লিওনার্দো ডি ক্যাপ্রিও, হিউ জ্যাকম্যান ও আদ্রিয়ান ব্রডির মতো তারকারা হাইভোল্টেজ ফাইনাল উপভোগ করেন।