Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
44সমাজকল্যাণমন্ত্রী মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মৌলভীবাজারে।
সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরে একটি হাসপাতালে তিনি মারা যান।
সমাজকল্যাণমন্ত্রীর মৃত্যুর খবরে মৌলভীবাজারে শোকের ছায়া নেমে আসে। সর্বস্তরে জনসাধারণ মন্ত্রীর বাসায় গিয়ে শোক সন্তপ্ত পরিবারকে সান্তনা দেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ ও সাধারণ সম্পাদক নেছার আহমদ বলেন, ‘সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে দল একনিষ্ঠ এক নেতাকে হারাল। তিনি দলের জন্য সব সময় নিবেদিত প্রাণ ছিলেন। বর্তমান সরকারের মৌলভীবাজার জেলার প্রথম মন্ত্রী তিনি ছিলেন। মুক্তিযুদ্ধের বীর সেনানী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে আমরা শোকাহত। তার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল সমকালকে বলেন, ‘সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুর সংবাদে বাকহীন হয়ে পড়েছি। দল একজন যোগ্য অভিভাবক হারিয়েছে।’
তিনি তার বিদেহি আত্মার শান্তি কামনা করেন।