খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫ থাইল্যান্ডের ব্যাংককে গেল মাসের বোমা হামলায় জড়িত সন্দেহে ৩ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে মালয়েশিয়া। সোমবার মালয়েশিয়ার পুলিশের বরাতে খবরটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকরের বরাতে সংবাদমাধ্যমটি আরও জানায়, গ্রেফতারকৃতদের দুজন মালয়েশীয় এবং ১ জন পাকিস্তানি নাগরিক। ব্যাংককের বোমা হামলার ঘটনায় মালয়েশিয়া ও থাইল্যান্ড পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করছে জানিয়ে খালিদ বলেন, ‘আমরা আশা করছি আটককৃত সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে তদন্তকাজে অগ্রগতি হবে।
খালিদ জানান, গ্রেফতার হওয়া পাকিস্তানি নাগরিকটি পুরুষ এবং বাকি দুই মালয়েশীয় নাগরিকের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। গ্রেফতার হওয়াদের এখনই থাইল্যান্ডে পাঠানোর ইচ্ছে নেই বলেও জানান তিনি।
গেল ১৭ই আগস্ট ব্যাংককের এরাওয়ান মন্দিরে হামলার ঘটনায় অন্তত ২০ জনের প্রাণহানি হয়। নিহতদের মধ্যে ১৪ জন ছিলেন বিদেশি পর্যটক।
চলতি মাসের শুরুতে থাই তদন্তকারীদের তরফে দাবি করে বলা হয়, সন্দেহভাজন বোমা হামলাকারী থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয সীমান্ত দিয়ে মালয়েশিয়ায় পালিয়েছে। তবে মালয়েশিয়া সরকার বলছে, মূল সন্দেহভাজন তাদের দেশে আছে কিনা সে ব্যাপারে তারা নিশ্চিত নন।