Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
45সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পীকার শিরিন সারমিন, বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ও অন্যান্য নেতারা।
শোকবার্তায় তারা জানান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি এ মহান নেতার ত্যাগের কথা জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শরীফ সৈয়দ মহসিন আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নিউমোনিয়া, ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যান।