Fri. Apr 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
50আমরা এমন একটি সমাজে বাস করি যেখানে মেয়েদের প্রতিটি পদে পদে বিপদ থাকে। অদৃশ্য এক শিকল সবসময় তাদের পায়ের সাথে বাঁধা থাকে। সেই সমাজে মেয়েদের যদি কিছু করতে হয় তাহলে নিজেদের ব্যক্তিত্বকে অবশ্যই অনেক মজবুত করে তৈরি করতে হয়। আপনি যখন কোন স্বাধীনচেতা মেয়ের প্রেমে পড়বেন তখন তার কাজগুলো দেখে আপনি যেমন অনুপ্রেরণা পাবেন আবার তেমনি তার কর্মকাণ্ডে রাগও হবেন। আসুন জেনে নেয়া যাক তাদের বিষয়ে কিছু মজাদার তথ্য-

১. আমরা একাই সিনেমা দেখতে পারি:
কেনাকাটা থেকে শুরু করে যেকোনো প্রদর্শনীতে যাওয়া পর্যন্ত সকল স্থানে তারা একা চলতে পছন্দ করেন। তারা সকল কাজ নিজে নিজে করতে পছন্দ করেন।

২. আমাদের কোথাও দিয়ে ও নিয়ে আসতে হবে না:
কোথাও যাবার সময় আমাদের সাথে কেউ আছে কি নেই তা নিয়ে আমরা চিন্তিত নই। যখন যেখানে খুশি একা চলে যেতে পারি। এরকম চিন্তার কারণে তারা তাদের সঙ্গীকে অনেক কম সময় দেয়। যার ফলে আপনি অবশ্যই মাঝে মাঝে রাগ হবেন।

৩. আমরা অনেক জেদি:
স্বাধীনচেতা মেয়েরা অনেক জেদি হয় এবং তারা এই বিষয় গর্বের সাথে দেখে। তারা অন্যের কাছে সাহায্য চাইতে পছন্দ করে না। তারা জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু নিজ দায়িত্বে করতে পছন্দ করে।

৪. আমরা ভালবাসা ও যত্ন পছন্দ করি:
যখন কেউ আমাদের ভালবাসে তা আমরা অনেক পছন্দ করি। আমরা সকলকে মন খুলে আমাদের জীবনে আসতে দেই। তাদের ভালবাসা সবসময় আমাদের মনে জায়গা করে নেয়।

৫. আমাদেরও স্বাধীনচেতা সঙ্গী প্রয়োজন:
আমরা এরকম কোন সঙ্গী চাই যে আমাদের সকল সিদ্ধান্তে আমাদের সাথে থাকবে। তারা মন থেকে আমাদের পক্ষে থাকবে। আমরা দুইজন যেন নিজ মনমত নিজেদের ক্যারিয়ার তৈরি করতে পারি তার স্বাধীনতা থাকতে হবে।

৬. আমাদের সঙ্গী প্রয়োজন, বয়ফ্রেন্ড নয়:
যে সম্পর্কে দুই পক্ষের সমান অধিকার থাকে তা আমাদের পছন্দের। আমরা আমাদের সঙ্গীকে জালাতে পছন্দ করি। আমরা চাই যখন কেউ আমাদের হাত ধরবে তখন তা যেন তাদের মন থেকে থাকে। আমরা যেমন তা দেখেই যেন সে সবসময় আমাদের পাশে থাকে।

৭. সবসময় কাজ করতে পছন্দ করি:
আমরা সারাক্ষণ ঘরে বসে থাকতে পছন্দ করি না। ব্যস্তজীবন আমাদের বেশি ভাল লাগে। আমরা সবসময় নতুন কিছু করে জীবনকে আরও সুন্দর করার চেষ্টায় থাকি।–সূত্র: ইন্ডিয়া টাইম্‌স।