Fri. Apr 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
52প্রত্যেক মানুষের নিজস্ব একটি ব্যক্তিত্ব রয়েছে। একজনের সাথে আরেক জনের সম্পূর্ণ মিল খুঁজে পাওয়া দুষ্কর। মানুষের জন্মলগ্ন হতে বিপরীত লিঙ্গের প্রতি একটি তীব্র আকর্ষণ থাকে। এই আকর্ষণের ফলে ভালোলাগা ও ভালোবাসার সৃষ্টি হয়।
পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যাদের প্রতি বিপরীত লিঙ্গের প্রবল আকর্ষণ থাকে। তাদের কিছু অদ্ভুত অভ্যাস থেকে যার ফলে তাদের প্রতি সহজেই মানুষ আকৃষ্ট হয়। মেট্রোর বরাতে জানা যায়, ব্যক্তিত্ব গবেষণা ও সামাজিক মনোবিজ্ঞান বুলেটিনের রিপোর্ট অনুযায়ী অদ্ভুত মানুষেরা অনেক বেশি আকর্ষণীয় হয়ে থাকে। বিপরীত লিঙ্গের মানুষেরা তার প্রতি বেশি আকৃষ্ট হয়।
গবেষকরা অনলাইন ডেটিং ওয়েবসাইট থেকে মানুষ নির্বাচন করে তাদের আদর্শ অংশীদারের বর্ণনা এবং ছবি সম্পর্কে জিজ্ঞাসা করেন। তাদের বর্তমান সঙ্গী সম্পর্কে তারা অনেক তথ্য নেন।
তারা দেখতে পান যে, উভয় পুরুষদের এবং মহিলাদের মধ্যে যারা পোশাক, জীবনের সিদ্ধান্ত বা মতামত সরাসরি নির্ধারণ করতে পারেনা তাদের প্রতি আকর্ষণ বেশি।
মূলত, এই গবেষণায় দেখা যায় যে, যারা নিয়ম ভঙ্গকারী বা গুরুত্বের সাথে কোন কাজ নেয় না তাদের ভালবাসার জীবনে এক প্রকার সুবিধা রয়েছে।
আগে বলা হত ছেলেরা বিনয়ী মেয়েদের অনেক পছন্দ করেন। কিন্তু সময়ের সাথে সাথে এখন অনেকের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। সকলেই অনেকের মধ্যে আলাদা মেয়ে ও ছেলেকে পছন্দ করে।