Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ কর্মী জসিম উদ্দিন রুবেল (২৩) নিহত হওয়ার ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় স্বাধীন নামে এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার ভোরে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে তাকে আটক করা হয়।
আটক স্বাধীন উপজেলার হাজীপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনির আহমদের ছেলে।
সকাল ১০টার দিকে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক করার পর স্বাধীনকে পুলিশি হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে নিহত যুবলীগ কর্মীর পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
রোববার দুপুর ১২টার দিকে বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের মজিদ ব্যাপারির বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় যুবলীগ কর্মী জসিম উদ্দিন রুবেলের হাত ও পায়ের রগ কেটে দেয় প্রতিপক্ষ। এ অবস্থায় রুবেলকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রুবেল হাজীপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সুফি আলমের ছেলে।
ওই সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধসহ আরো পাঁচজন আহত হন।