Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

63খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
দেশের অষ্টম বিভাগ হিসেবে ঘোষণা করা হলো ময়মনসিংহের নাম। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে নতুন বিভাগ হিসেবে ময়মনসিংহের নাম অনুমোদন করা হয়। মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে মন্ত্রিসভার বৈঠকের পরপরই নিকার বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের একথা জানান। সচিব বলেন, ঢাকা বিভাগকে ভেঙে ময়মিনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে নতুন এই বিভাগ গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো আজ। নতুন এই বিভাগের লোকসংখ্যা প্রায় এক কোটি ১৬ লাখ ৭০ হাজার প্রায়। পর্যায়ক্রমে ঢাকা বিভাগকে ভেঙে আবারো ফরিদপুর বিভাগ করার পরিকল্পনা রয়েছে বলে জানান সচিব। এর আগে গত ২৬ জানুয়ারি নতুন এই বিভাগের বিষয়ে মন্ত্রিসভায় নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ নিকারের বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো। এছাড়া নোয়াখালী ও কুমিল্লাকে নিয়ে আরো একটি বিভাগ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান সচিব