Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

65খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
ভারতে লরি উল্টে ১৬ শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েক জন। আজ সোমবার সকালে ভারতের অন্ধ্রপ্রদেশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ছাঁইবোঝাই একটি লরি করে ৩৫ জন শ্রমিক গুন্টুর থেকে বিশাখাপত্তনম যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেটি। ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়। পূর্ব গোদাবরীর জেলাশাসক অরুণ কুমার জানিয়েছেন, সম্ভবত চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। লরিটি উল্টে যাওয়ার পরই ছাঁইয়ের নিচে চাপা পড়ে অনেকে। আহতদের উদ্ধার করে রাজামুন্দ্রি হাসাপাতালে ভর্তি করা হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছে প্রশাসন। ঘটনার পর থেকেই পলাতক লরিচালক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।