Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

80খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে তিতুমীর কলেজের একদল ছাত্র। এতে ২৯ জন আহত হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে রাজধানীর বনানীস্থ কাকলি মোড়ে এ ঘটনা ঘটে। আন্দোলননকারী শিক্ষার্থী শামীম সরকার জানান, আন্দোনকারী শিক্ষার্থীদের বেধড়ক লাঠি-পেটা করা হয়েছে। আহতদের একজনের মাথা ফেটে যায়। তাকে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, অন্যান্য দিনের মতো সোমবার সকালে কাকলি মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়েল শিক্ষার্থীরা। এ সময় বিমানবন্দর সড়কে চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ১১টার পর উত্তরার দিক থেকে সরকারি তিতুমীর কলেজের তিনটি বাস ওই এলাকায় এসে আটকে যায়। এর পরপর বাস থেকে নেমে এসে একদল ছাত্র লাঠি ও বেল্ট হাতে আন্দোলনকারীদের ওপর চড়াও হয়। তাদের অতর্কিত হামলায় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তারা কামাল আতাতুর্ক সড়কের দিকে চলে যায়। এরপর রাস্তায় যান চলাচল শুরু হয়। এর কিছুক্ষণ পর আবারও আন্দোলনকারীরা ওই রাস্তা অবরোধ করেন। প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, হামলার সময় পুলিশকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। হামলাকারী তিতুমীর কলেজের এক ছাত্র জানান, হোটেল রেডিসনে এক অনুষ্ঠান শেষে তারা কলেজে ফিরছিলেন। অবরোধে বাস আটকে যাওয়ার পর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের একটি বাসের কাচ ভেঙে দেয়। এরপরই তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।