খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫ কয়েক মাস ধরেই ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের
মধ্যে সেরা (১৫) র্যাংকিংয়ে ছিলেন সৌম্য। এবার আইসিসির প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে আরো উন্নতি হয়েছে সৌম্যর।
এর আগে ৬৭১ রেটিং পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে ছিলেন সৌম্য সরকার, ১৪ নম্বরে থাকা স্টিভেন স্মিথের রেটিং পয়েন্ট ছিলো ৬৭৬। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে শেষ কয়েক ম্যাচে ব্যাটে রান না থাকায় রেটিং পয়েন্ট কমে গেছে স্মিথের। ৬৫৭ রেটিং পয়েন্ট নিয়ে স্মিথ নেমে গেছেন ১৬ নম্বরে।
এছাড়াও বাংলাদেশিদের মধ্যে মুশফিকুর রহিম এক ধাপ এগিয়ে আছেন ১৯ নাম্বারে। ১, ২ ও ৩ নম্বর পজিশনে আছেন যথাক্রমে এবিডি ভিলিয়ার্স, হাশিম আমলা ও বিরাট কোহলি।