খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ থেকে এক মাসের মধ্যে মালশিয়ায় সরকারিভাবে জনশক্তি রফতানি শুরু হবে। আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে দুদেশের সরকারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষর হবে। সোমবার সকালে মালশিয়ার রাষ্ট্রদূত নরলিন বিনতে ওরথ মেনের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি হলেও নতুন চুক্তির আওতায় বেসরকারি খাতকে যুক্ত করার সুযোগ থাকছে। জি টু জি পদ্ধতিতে শ্রমিক পাঠাতে খরচ হবে ৩৬ হাজার টাকা। তবে সরকারি খাতের আওতায় এ খরচের পরিমাণ কিছুটা বাড়বে। জনশক্তি রফতানি হবে আগের চেয়ে দ্রুত সময়ে। মন্ত্রী বলেন, জি টু জি’র পাশাপাশি বি টু বি’তে জনশক্তি নেবার কথা থাকলেও আপাতত এ বিষয়ে কোন আলোচনা হচ্ছে না।