খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
ক্যালিফোর্নিয়ার খরা কবলিত উত্তরাঞ্চলে ব্যাপক আকারে দাবানল ছড়িয়ে পড়ায় রাজ্যের গভর্নর জেরি ব্রাউন রবিবার সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। দাবানলের কারণে বাধ্য হয়ে হাজার হাজার লোক নিরাপদ স্থানে চলে যাচ্ছে। কর্তৃপক্ষ জানায়, এক লাখ একরেরও বেশি জমিতে ভয়াবহ আকারে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে শত শত ঘরবাড়ি ও বাণিজ্যিক অবকাঠামো পুড়ে গেছে। দাবানল নিয়ন্ত্রণে দমকল বাহিনীর হাজার হাজার কর্মী চেষ্টা চালাচ্ছে। বর্তমানে বড় ধরনের আটটি দাবানল সক্রিয় থাকলেও দু’টি দাবানল ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এসব দাবানল থেমে যাওয়ারও কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। এ দু’টি দাবানলের একটির অবস্থান রাজ্যের রাজধানী সাক্রামেন্টোর ১৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং অপরটির অবস্থান ১৬০ কিলোমিটার পূর্বে। রবিবার রাতে রাজ্যের দমকল সংস্থা ক্যাল ফায়ার জানায়, শুষ্ক আবহাওয়া, প্রচণ্ড বাতাস ও তাপমাত্রা অনেক বেড়ে যাওয়ার কারণে ‘বাটি’ দাবানল ৬৫ হাজার ৩শ’ একর জমিতে এবং ‘ভ্যালি’ দাবানল ৫০ হাজার একর জমিতে ছড়িয়ে পড়ে। ভ্যালি দাবানল সক্রিয় থাকার কারণে গভর্নর ব্রাউন লেক ও নাপা কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। স্থানীয় দৈনিক সান্টা রোসা প্রেস-ডেমোক্রেট জানায়, ভ্যালি দাবানলে মিডলটাউন শহরের অনেক ক্ষতি হয়। শনিবার মাত্র পাঁচ ঘন্টায় দাবানল মাত্র ৫০ একর থেকে এক হাজার একর জমিতে ছড়িয়ে পড়ে। এসব দাবানলের ঘটনায় হাজার হাজার স্থানীয় বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। রেডক্রস সরিয়ে নেওয়া এসব বাসিন্দাকে সাহাজ্য করতে জরুরি আশ্রয় কেন্দ্র খুলেছে। ক্যাল ফায়ার জানায়, দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার সময় দমকল কর্মীর চারজন সদস্য মারাত্মকভাবে দগ্ধ হয়। দাবানলের পার্শ্ববর্তী এলাকার লোকজনকে সরিয়ে নিতে শনিবার রাতে ও রবিবার সকালে নতুন করে নির্দেশ জারি করা হয়।