খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫ :পিরোজপুর জেলার ভান্ডারিয়ার উপজেলার সদর ইউনিয়ন এবং নদমুল্লা ইউনিয়নের কিছু অংশ নিয়ে গঠিত হলো ভান্ডারিয়া পৌরসভা। এ নিয়ে পিরোজপুর জেলার পৌরসভার সংখ্যা দাড়ালো চার টিতে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে গতকাল সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) এর সভায় ভান্ডারিয়া পৌরসভার গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আর এ সিদ্ধান্তের ফলে ভান্ডারিয়া এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। ভান্ডারিয়া পৌরসভা অনুমোদনের এই ঐতিহাসিক-মাহেন্দ্রক্ষণটিকে উৎসবমুখর পরিবেশে স্বাগত জানিয়েছেন ভান্ডারিয়ার শত-সহ¯্র মানুষ।
গতকাল সোমবার বিকালে দোয়া-মাহফিল, আনন্দ সমাবেশ ও মিছিল করে এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে কৃতজ্ঞতা জানিয়েছেন ভান্ডারিয়া বাসী। তরুণ-যুবকরা মিষ্টি বিতরণ, রং ছিটানো এবং বাদ্যযন্ত্র বাজিয়ে এ ঘোষণাকে স্মৃতিধন্য করে তোলেন।
ভান্ডারিয়া বন্দরের শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় পার্টি (জেপি) ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে এই আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেল ৫ টার দিকে শহীদ মিনার চত্বর থেকে এক বিশাল আনন্দ মিছিল বের হয়ে ভান্ডারিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এর আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশীদ খশরু জোমাদ্দারের সভাপতিত্বে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আনন্দ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক ও ভান্ডারিয়া ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা জেপি’র সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, জেপি’র যুগ্ম আহ্বায়ক ও ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, যুগ্¥ আহ্বায়ক আবুল কালাম পোদ্দার, আওয়ামী লীগের উপজেলা সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, টুঙ্গীপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশীদ তারেক, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি কিরণ চন্দ্র বসু, উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল কবির তালুকদার টিপু, যুগ্ম আহ্বায়ক শফিক মান্নান, উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক সালাউদ্দিন রাহাত জোমাদ্দার ও ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার।
সমাবেশে বক্তারা দক্ষিণাঞ্চলের প্রাচীন ও উন্নত জনপদ ভান্ডারিয়া উপজেলা সদরকে পৌরসভা ঘোষণা করার নির্দেশনা দেয়ায় জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ ধন্যবাদ জানান। এই সিদ্ধান্ত কার্যকর করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন যে অবদান রেখেছেন তার প্রতি বক্তারা অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বক্তারা আরও বলেন, ভান্ডারিয়ার কৃতি সন্তান আধুনিক বাংলাদেশের অন্যতম রূপকার স্থানীয় সংসদ সদস্য পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বিগত ৩০ বছর ভান্ডারিয়াসহ দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছেন তারই ধারাবাহিকতায় এই ভান্ডারিয়াকে পৌরসভায় রূপ দেয়া সম্ভবপর হয়েছে। তাঁর এই অবদানের জন্য মানুষের মনে তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন। সমাবেশে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় ওলামা পার্টির (জেপি) যুগ্ম আহ্বায়ক মাওলানা হারুনুর রশীদ।