খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫ : পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ মালেক বেপারী। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি গতকাল সোমবার নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জানা গেছে, গত শনিবার পিরোজপুর-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব একেএমএ আউয়ালের উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের এক জরুরী সভায় উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে সর্বসম্মতিক্রমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মালেক বেপারীর নাম ঘোষণা করা হয়। সে সিদ্ধান্ত অনুযায়ী তিনি গতকাল সোমবার বেলা ১১ টায় দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মাষ্টার আতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বেলায়েত হোসেন, যুবলীগ সভাপতি খোকন কাজী, ছাত্রলীগ সম্পাদক সুমন হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ২৭ ফেব্রুয়ারী নাজিরপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২০ দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম খানের প্রার্থীতা নিয়ে আইনী জটিলতা থাকলেও তার প্রার্থীতা বহাল রাখার জন্য তিনি হাইকোর্টে রিট করেন। তার রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট তার (নজরুল ইসলাম খান) পক্ষে ১ বছর সময় দিয়ে নির্বাচনে অংশ গ্রহনের সুযোগ দেন। এ সময়ের মধ্যে মামলাটি নিস্পত্তির জন্য বলা হয়। কিন্তু সে সময় শেষ হলে হাইকোর্ট তার বিপক্ষে রায় দিলে তিনি সুপ্রিম কোর্টে লিভ টু আপিলের জন্য আবেদন করলে সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেন। এছাড়া নজরুল ইসলাম খানের বিরুদ্ধে হরতাল-অবরোধে গাড়ি ভাংচুর, নাশকতাসহ বেশ কয়েকটি মামলায় আদালতে পুলিশ চার্জশিট দাখিল করে। পরবর্তীতে গত ১৭ আগষ্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর সিনিয়র সহকারী সচিব ডঃ জুলিয়া মঈন স্বাক্ষরিত একটি চিঠি’র মাধ্যমে পদটি শূন্য ঘোষনা করা হয়।