Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
1ঢাকাসহ দেশের ৭টি বিভাগে আজ একযোগে পালিত হবে আয়কর দিবস। জনসাধারণকে কর দিতে উৎসাহিত করতেই দেশজুড়ে কর দিবস ও সপ্তাহব্যাপী করমেলার আয়োজন করা হচ্ছে। এনবি আর জানিয়েছে, অনলাইনে আয়কর পরিশোধের সুযোগ ও জনবান্ধব কর নীতিমালা প্রণয়নে কাজ করছে তারা। আয়কর দিবস পালনের পর ১৬ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে আয়কর মেলা। এর মধ্যে জেলা শহরে করমেলা হবে ৪ দিন করে। আর এবারই ৮৬টি উপজেলায় প্রথমবারের মতো হবে এ মেলা। জাতীয় রাজস্ব বোর্ড -এনবি আর মনে করে, সাধারণ জনগণকে কর দিতে উৎসাহিত করতে ভূমিকা রাখবে এ মেলা। এদিকে, বিগত কয়েক বছরে আয়কর মেলা যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, তা কর অফিসগুলোর ভোগান্তি এড়ানোর জন্য বলে মনে করেন ব্যবসায়ী ও করদাতারা। তবে কর পরিশোধের নিয়ম সম্পর্কে সাধারণ করদাতাদের জানাতে সভা-সেমিনারের মতো কর্মসূচি ব্যাপকভাবে গ্রহণ করা দরকার বলেও মনে করেন ব্যবসায়ীরা।