কামরুল হাসান, ঠাকুরগাঁও, খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী এবং অতি দরিদ্র পরিবারের মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের মাঝে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) ও ইএসডিওর সহায়তায় বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বেসরকারি সংস্থা ইএসডিও’র কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার মহাব্যবস্থাপক খুরশীদ আলম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড ঢাকার এক্সিম ভাইস প্রেসিডেন্ট আজাদ শামসী, জেলা শিক্ষা অফিসার আজহার আলী, ইএসডিও নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান প্রমুখ।
আলোচনা শেষে পঞ্চগড়ের সদ্য বিলুপ্ত ছিটমহল ও ঠাকুরগাঁও জেলার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী এবং অতি দরিদ্র পরিবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৯৯ টি ছাত্রীর মাঝে সাইকেল বিতরণ করা হয়।