কামরুল হাসান, ঠাকুরগাঁও, খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে ঠাকুরগাঁওয়ে রাজিউর রহমান (২২) ও ফজলুর রহমান (৫৫) নামে দু’জনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার ভেলাজান আলাদী হাট থেকে তাদের আটক করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি জানায় পুলিশ।
এর আগে, সোমবার সকালে ঠাকুরগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল-উদ-দৌলা বাদী হয়ে আটক দু’জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
আটক রাজিউর রহমান বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর সরকার পাড়ার ইয়াসির আলীর ছেলে। ফজলুর রহমান একই এলাকার বাসিন্দা। তারা ৫ জানুয়ারি নির্বাচনে ঠাকুরগাঁওয়ে প্রিজাইডিং অফিসার হত্যা মামলার আসামি।
ঠাকুরগাঁও থানার ডিউটি অফিসার এসআই আনসোপ জানান, আটকরা আলাদী হাট এলাকায় নিজেদের এনএসআই সদস্য পরিচয় দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রতারণার চেষ্টা করে। স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।