খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের ছেলে আমান মমতাজ মওদুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পথে আজ মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান জানান, কয়েক দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাঁকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত রোববার হৃদরোগে আক্রান্ত হন। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়ার পথে আজ ভোর সাড়ে ৪টার দিকে তিনি বিমানে মারা যান। আমান মমতাজ মওদুদের মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।