খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
রাজশাহীর চারঘাটে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাইদ চাঁদের হাত থেকে ফুলের তোড়া নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। সোমবার বিকেলে উপজেলার মাড়িয়া ঈদগাহ মাঠে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাইদ চাঁদ। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান তহমিনা খাতুন ও নিমপাড়া ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ কর্মী আব্দুল কুদ্দুস পলাশের নেতৃত্বে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। এরআগে গত ২ জুলাই রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নিকট থেকে ফুল নিয়ে বিএনপি নেতা মুকলেছুর রহমান বাচ্চু ও জামায়াত নেতা হুমায়ন কবিরের নেতৃত্বে চারঘাটের ৬০ জন বিএনপি-জামায়াত নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। এছাড়া গত শনিবার বিকালে আরো ১৫ জন নেতাকর্মী আ’লীগে যোগদান করেন বলে জানা গেছে।