খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
রাষ্ট্রদূত ও হাইকমিশনার পদে কয়েকটি গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে জাপানে কর্মরত রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন নিয়োগ পেয়েছেন। কানাডায় হাইকমিশনার পদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) মিজানুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে। কানাডার বর্তমান হাইকমিশনার কামরুল আহসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আনার সিদ্ধান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস এ বাংলাদেশের কনসাল জেনারেল সুলতানা লায়লা হোসেনকে মরক্কোতে রাষ্ট্রদূত পদে এবং বর্তমানে মরক্কোতে কর্মরত রাষ্ট্রদূত মনিরুল ইসলামকে সম্প্রতি খোলা ইথিওপিয়া দূতাবাসে রাষ্ট্রদূত পদে নিয়োগ দেয়া হয়েছে। লস এঞ্জেলস এ কনসাল জেনারেল পদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আইন) প্রিয়তোষ সাহাকে এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই এ কনসাল জেনারেল পদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (বহিঃপ্রচার) সিকদার বদিরুজ্জামানকে নিয়োগ দেয়া হয়েছে। জাপানে নতুন রাষ্ট্রদূত হিসাবে রাবাব ফাতেমাকে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। তিনি লিয়েনে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় (আইওএন) কর্মরত আছেন। উল্লেখ্য, জাতিসংঘে বর্তমানে স্থায়ী প্রতিনিধি ড. এমএ মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ৩০ অক্টোবর শেষ হবে।