খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর প্রথম জানাজা হবে সিঙ্গাপুরে। স্থানীয় সময় দুপুর দেড়টায় প্রবাসী বাঙালিদের উদ্যোগে সিঙ্গাপুরের অ্যাঙ্গেলিয়া মসজিদে তাঁর জানাজা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান। গত সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ মহসিন আলী। মঙ্গলবার সিঙ্গাপুর থেকে মরদেহ দেশে নিয়ে আসার কথা। আগামীকাল বুধবার বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে প্রথম জানাজার পরিকল্পনা রয়েছে বলে চিফ হুইপ আ স ম ফিরোজ জানান। ১৯৮৪ সালে যুবলীগ নেতা থাকাকালে মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান হয়েছিলেন সৈয়দ মহসিন আলী। এরপর টানা তিন বারের চেয়ারম্যান সৈয়দ মহসিন আলী ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে জোট সরকারের অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে পরাজিত করে নির্বাচিত হন। ২০১৪ সালের ৫ জানুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হওয়ার পর সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পান। মৃত্যুর পূর্ব পর্যন্ত এ দায়িত্বে ছিলেন তিনি। ১৯৪৮ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন সৈয়দ মহসিন আলী। তার শিক্ষাজীবনের বেশিরভাগ সময় কেটেছে ভারতের কলকাতায়। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে রয়েছে তার বীরত্বপূর্ণ অবদান। ১৯৯৮ থেকে ২০০৬ সালের জুলাই পর্যন্ত মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৬ বছর। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিন্টো রোডে সরকারি বাসায় মন্ত্রীর মরদেহ নেওয়া হবে। রাতে বারডেম হাসপাতালের হিমাগারে লাশ রাখা হবে। বুধবার সকাল ৮ থেকে ৯টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি সকল শ্রেণী-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করবেন। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রিপরিষদ, চিফ হুইপ এবং সংসদ সদস্যরা শ্রদ্ধা জানাবেন। এখানে তার জানাজা হওয়ার কথা। দুপুর ১টায় হেলিকপ্টারে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে এবং দুপুর ২টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে কফিন নেওয়ার পর মরহুমের স্বজন এবং এলাকাবাসী শ্রদ্ধা নিবেদন করবেন। বাদ আসর বিদ্যালয় মাঠে শেষ জানাজা অনুষ্ঠিত হওয়ার পর হযরত শাহ মোস্তফা (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে সৈয়দ মহসিন আলীর লাশ দাফন করা হবে